‘দেখামাত্রই গুলির নির্দেশ’, অসমে দুর্গাপুজো পর্যন্ত শ্যুট অ্যাট সাইটের নির্দেশ হিমন্তের, জেনেনিন কেন?

অসমের ধুবুরি এবং দক্ষিণ সালমারা জেলায় সাম্প্রদায়িক অস্থিরতা পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি এখনো থমথমে। তাই এই দুই এলাকায় শান্তি বজায় রাখতে অসম সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে, দুর্গাপূজা পর্যন্ত রাতে ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশ বহাল থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান যে, সরকার ধুবুরি এবং দক্ষিণ সালমারাকে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে। কারণ এই দুটি জেলা ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত। সম্প্রতি এই এলাকার অনেক বাসিন্দার কাছে বাংলাদেশ থেকে হুমকি ফোন আসছে। এর পেছনে মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির যোগ থাকতে পারে বলে অভিযোগ। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অগ্রগতি হয়েছে।

কারা এই ঘটনার সঙ্গে জড়িত?
হিমন্ত বিশ্বশর্মা জানান, পুলিশ নিশ্চিত হয়েছে যে এই ফোন কলগুলোর পেছনে কে বা কারা রয়েছে। এ পর্যন্ত জেএনবি (JN B)-এর সঙ্গে যুক্ত আলি হুসেন বেপারী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনিই বাংলাদেশের কিছু নম্বরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

দুর্গাপূজা নিয়ে উদ্বেগ
মুখ্যমন্ত্রী বলেন যে, দুর্গাপূজার সময় অনুপ্রবেশকারীরা নতুন করে অশান্তি পাকাতে পারে বলে সরকারের আশঙ্কা। তাই নিরাপত্তার খাতিরে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জুন মাস থেকে জারি থাকা ‘দেখামাত্র গুলি’র নির্দেশ এখনও বাতিল করা হয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে নিয়মিত এই বিষয়ে খোঁজখবর রাখছেন।