মেয়ে ছাড়াই গণেশ পূজোয় রণবীর-দীপিকা, নতুন লুকে অভিনেতাকে দেখে মুগ্ধ দর্শকরা!

বৃহস্পতিবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং মুম্বাইয়ের একটি বড় গণেশ পুজোয় গিয়েছিলেন। তাদের মেয়ে দুয়াকে বাড়িতে রেখেই এই দম্পতি গণেশ দর্শনে বের হন। তবে সবার নজর কেড়েছেন রণবীর সিং, কারণ তিনি ফিরে এসেছেন তার পুরনো লুকে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীর দুজনেই হালকা হলুদ রঙের পোশাকে সেজেছেন। গণেশ মূর্তির সামনে ফুল অর্পণ করে তারা দুজনেই প্রার্থনা করেন। কিন্তু ভিডিওতে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে, তা হলো রণবীরের ক্লিন শেভড লুক। দীর্ঘদিন পর তাকে আবার এই লুকে দেখে ভক্তরা খুবই খুশি।
অনেকে মন্তব্য করেছেন যে, রণবীরকে দেখে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির লুকের কথা মনে পড়ে যাচ্ছে। কেউ কেউ লিখেছেন, এই নতুন লুকে তাকে অনেক কম বয়সী দেখাচ্ছে। ভক্তদের ধারণা, রণবীর হয়তো তার আসন্ন ছবির জন্যই এই লুক রেখেছেন।
রণবীর সিংকে পরবর্তীতে আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ ছবিতে দেখা যাবে। ছবিটি ৫ ডিসেম্বর মুক্তি পাবে। অন্যদিকে, দীপিকাকে আল্লু অর্জুন এবং অ্যাটলির আসন্ন ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের মেয়ে দুয়ার জন্ম হয়। যদিও এখনও পর্যন্ত তারা তাদের মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি।