“দুর্নীতির টাকা আমার অ্যাকাউন্টে নাই…আমি যুক্ত নই”- CGO-তে ঢোকার আগে বললেন জীবনের পিসি

এসএসসি (SSC)-র শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-র পিসি মায়া সাহা-কে জিজ্ঞাসাবাদ করছে ইডি (ED)। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির ডাকে সাড়া দিয়ে তিনি হাজির হন। মায়া সাহা হলেন সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
গত ২৫ আগস্ট জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি তার পিসির বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশিতে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি সন্দেহ করছে, জীবনকৃষ্ণ সাহার বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তার পিসিও জড়িত থাকতে পারেন।
এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে মায়া সাহা সংবাদমাধ্যমকে বলেন, “দুর্নীতির টাকা আমার অ্যাকাউন্টে নেই। আমি এর সঙ্গে যুক্ত নই।” তিনি জানান, ইডির নির্দেশে তিনি তার এবং তার স্বামীর নামে থাকা সম্পত্তির কাগজপত্র নিয়ে এসেছেন।
উল্লেখ্য, গত সোমবার জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গোয়েন্দাদের দেখে তিনি আবারও নিজের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন। তবে এবারের ফোনটি আর পুকুরে পড়েনি। এর আগে ২০২৩ সালে যখন সিবিআই তার বাড়িতে গিয়েছিল, তখন তিনি দুটি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন। পরে সেই ফোনগুলো উদ্ধার করা হয়। যদিও জামিনে মুক্তি পাওয়ার পর জীবনকৃষ্ণ সেই অভিযোগ অস্বীকার করেন। এবারও তিনি দাবি করেছেন যে তিনি কোনো অন্যায় করেননি।
ইডি এখন মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে।