বিধানসভা ভোটে কেমন ফল করবে তৃণমূল? বিরাট ‘ভবিষ্যদ্বাণী’ অভিষেকের!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশ থেকে বিরোধী দল বিজেপি-কে কড়া বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, তৃণমূল কংগ্রেস ২০২৬ সালের বিধানসভা ভোটে সিপিআইএম এবং বিজেপি-কে ‘১০-০ গোলে’ হারাবে।
সাম্প্রতিক সময়ে শিক্ষা ক্ষেত্রে অস্থিরতা নিয়ে বিরোধীরা বারবার তৃণমূলকে আক্রমণ করেছে। অভিষেক এর জবাবে বলেন, “কলকাতা হাইকোর্টের একটা অংশ বাংলার ছাত্র-ছাত্রীদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল।” তিনি জানান যে, সুপ্রিম কোর্টে সেই আদেশের ওপর স্থগিতাদেশ আনা হয়েছে। এর পর তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বাংলাকে ছোট করা হয়, আমরা আগামী দিনে দিল্লি যাব। বাংলার মানুষকে ছোট করলে ১০ লাখ মানুষকে দিল্লি নিয়ে যাব।”
নতুন সংবিধান সংশোধনী বিল নিয়েও অভিষেক বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি হঠাৎ করে সংবিধান সংশোধন করে ভারতকে তাদের সম্পত্তি করে রাখতে চেয়েছিল, কিন্তু তৃণমূলের সাংসদদের প্রতিবাদের কারণে অমিত শাহকে চতুর্থ সারি থেকে বিল পড়তে হয়েছে। তিনি বলেন, “এটাই তৃণমূলের ক্ষমতা।”
এছাড়াও, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারের মতো বাংলায়ও এসআইআর (Special Intensive Revision) করার কথা বলা হয়েছে। অভিষেক এরও তীব্র বিরোধিতা করে বলেন, যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের যোগ্য জবাব দেবে ছাত্ররা। এই সমাবেশ থেকে অভিষেক ছাত্র-ছাত্রীদের প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।