কলকাতায় ফের মেট্রো বিভ্রাট! ৪০ মিনিট পার হওয়ার পরও কোনো পাত্তা নেই মেট্রোর, চরম দুর্ভোগে যাত্রীরা

কলকাতা মেট্রোর যাত্রীরা ফের সমস্যায় পড়েছেন। সপ্তাহের প্রথম থেকেই বারবার মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে, আর এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে, সকালের ব্যস্ত সময়ে মেট্রো না চলায় বহু মানুষ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না।

জানা যাচ্ছে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো লাইনে (ব্লু লাইন) বারবার এই সমস্যা হচ্ছে। বৃহস্পতিবারও প্রায় ৪০ মিনিট ধরে কোনো মেট্রো চলাচল করেনি। এর ফলে প্ল্যাটফর্মে প্রচুর ভিড় জমে যায় এবং যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই অভিযোগ করছেন, স্টেশনে মেট্রো চলাচলের কোনো ঘোষণা ছিল না।

বিশেষজ্ঞদের ধারণা, এই বিভ্রাটের মূল কারণ হলো সিগন্যালিং সমস্যা। উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া হয়ে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত একই লাইনে রেক চালাতে গিয়ে এই সমস্যা দেখা দিচ্ছে।

এই মেট্রো লাইনটি প্রতিদিন হাজার হাজার অফিসযাত্রী ব্যবহার করেন। বিশেষ করে, দক্ষিণ কলকাতার যাত্রীরা ব্লু লাইনে ধর্মতলা এসে সেখান থেকে নতুন চালু হওয়া হাওড়া-সেক্টর ফাইভ রুটে (ইস্ট-ওয়েস্ট মেট্রো) মেট্রো বদল করেন। কিন্তু ব্লু লাইনে এই বিভ্রাটের কারণে তাদের পুরো রুটেই দেরি হচ্ছে। সময়মতো অফিসে পৌঁছতে না পারায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বারবার একই ধরনের সমস্যা কেন হচ্ছে, তা নিয়ে যাত্রীরা কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধান চাইছেন।