সরকারি অনুদান না-ও পেতে পারে একাধিক পুজো কমিটি, কড়া নির্দেশ হাইকোর্টের

দুর্গাপূজার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্ট এবার কড়া অবস্থান নিয়েছে। যে সব পুজো কমিটি গত বছরের অনুদানের খরচের হিসাব জমা দেয়নি, তারা এবার আর অনুদান পাবে না। বুধবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

রাজ্য সরকার প্রতি বছর দুর্গাপূজার জন্য ক্লাবগুলোকে অনুদান দেয়, যা এবার বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু এই টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনো হিসাব জমা দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলে। গত সোমবার আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, “যে সমস্ত পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাদের টাকা দেওয়া বন্ধ করে দিন।”

বুধবার হাইকোর্ট আরও স্পষ্ট করে জানায় যে, নির্ধারিত সময়ের মধ্যে যারা খরচের হিসাব জমা দিয়েছে, শুধু তারাই এবার অনুদান পাবে। একই সঙ্গে, পুজোর ছুটির এক মাসের মধ্যে সমস্ত খরচের হিসাব নিয়ে রাজ্যকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।

রাজ্য সরকারের রিপোর্ট এবং আদালতের প্রতিক্রিয়া
আদালতের নির্দেশের পর রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায় যে, মোট ৪১,৭৯৫টি ক্লাবের মধ্যে মাত্র তিনটি ক্লাব খরচের হিসাব দেয়নি। এই তিনটি ক্লাবই শিলিগুড়ির। রাজ্যের এই জবাবে বিচারপতি সুজয় পাল মজা করে বলেন, “সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে।”

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, যেসব ক্লাব গত বছরের অনুদানের হিসাব দেয়নি, তাদের অনুদান দেওয়া যাবে না। তবে নতুন যে ক্লাবগুলো এবার অনুদানের তালিকায় যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আদালতের মন্তব্য, “সরকারি টাকা এভাবে খরচ করা যায় না।” এই নির্দেশের ফলে, যেসব পুজো কমিটি নিয়ম মেনে চলতে আগ্রহী নয়, তাদের জন্য একটি বড় বার্তা দেওয়া হলো।

এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার কি অন্য কোনো তথ্য প্রয়োজন?