পুজো অনুদান নিয়ে ফের কড়া নির্দেশ হাইকোর্টের, হিসাব না দিলে বিপাকে পড়তে পারে কতগুলি ক্লাব?

দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকার ক্লাবগুলোকে যে অনুদান দেয়, তার হিসেব জমা না দিলে সেই ক্লাবগুলো এবার অনুদান পাবে না। কলকাতা হাইকোর্ট এই কড়া নির্দেশ দিয়েছে।

সোমবার এই মামলার শুনানিতে আদালত রাজ্য সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা জমা দিতে বলে। এতে জানাতে বলা হয়েছিল, গত বছর যারা অনুদান পেয়েছিল, তাদের মধ্যে কতগুলো ক্লাব খরচের হিসেব বা ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ (ইউসি) জমা দিয়েছে এবং যারা দেয়নি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজ্য সরকার আদালতে জানায়, ৪১,৭৯৫টি ক্লাবের মধ্যে মাত্র তিনটি ক্লাব হিসেব জমা দেয়নি। এই সংখ্যা শুনে বিচারপতি সুজয় পাল মন্তব্য করেন, সংখ্যাটা এতটাই কম যে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া কঠিন। অন্যদিকে, মামলাকারীর আইনজীবীরা অভিযোগ করেন যে, হাইকোর্টের নির্দেশের পরেই রাজ্য এই হিসেব আনাতে শুরু করেছে। তাদের মতে, সঠিকভাবে দেখলে অন্তত ১০ হাজার ক্লাব ইউসি জমা দেয়নি।

আদালত এই তিনটি ক্লাবকে এবারের পূজার অনুদান না দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে, এই তিনটি ক্লাবই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এলাকার। আদালত আরও জানিয়েছে, পূজার ছুটির এক মাসের মধ্যে অনুদানের খরচের হিসেব নিয়ে রাজ্যকে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর দুর্গাপূজার অনুদান এক ধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করেছেন। একই সঙ্গে বিদ্যুতের বিলের ৮০% ছাড় এবং দমকলসহ অন্যান্য সরকারি পরিষেবার ফি পুরোপুরি মকুব করা হয়েছে।