প্রকৃতির খেলা বড়ই বিচিত্র! খোঁজ মিলল বেগুনি রঙের কাঁকড়ার! দেখে অবাক সকলে

প্রকৃতিতে নতুন নতুন আবিষ্কারের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সম্প্রতি থাইল্যান্ডের এক জাতীয় উদ্যানে এমন একটি কাঁকড়ার খোঁজ পাওয়া গেছে, যার উজ্জ্বল বেগুনি রং দেখে সবাই চমকে উঠেছে।

থাইল্যান্ডের কায়েং ক্রাচেং জাতীয় উদ্যানে এই বিরল কাঁকড়াটির দেখা মেলে। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন মরশুম শেষ হওয়ার ঠিক আগেই প্যানোয়েন থাং চেকপয়েন্টের কাছে এটি প্রথম দেখা যায়। সাধারণত এই প্রজাতির কাঁকড়ার এমন উজ্জ্বল বেগুনি রং হয় না। এই নতুন কাঁকড়াটির নাম রাখা হয়েছে ‘সিরিনধ্রন’, যার অর্থ ‘রাজকুমারী’। থাইল্যান্ডের রাজকুমারী মহা চাকরি সিরিনধ্রনের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে।

জীববিজ্ঞানীরা বলছেন, এই কাঁকড়া আসলে পান্ডা ক্র্যাব বা লেপিডোথেলফিউসা কগনেটি-এর আত্মীয়। পান্ডা ক্র্যাব সাদা-কালো রঙের হয় এবং তা খুবই বিরল। প্রথম ১৯৮০ সালে এই ধরনের কাঁকড়ার সন্ধান পাওয়া গিয়েছিল। তাই পান্ডা ক্র্যাবের এই তুতোভাইকে বিজ্ঞানীরা আরও বেশি বিরল বলে মনে করছেন।

এই কাঁকড়ার উজ্জ্বল বেগুনি রং এটিকে প্রকৃতির এক অমূল্য দান করে তুলেছে। একজন পূর্ণবয়স্ক কাঁকড়ার খোলস মাত্র এক ইঞ্চি চওড়া। বিজ্ঞানীরা এখনও এই নতুন আবিষ্কৃত কাঁকড়ার জীবনচক্র সম্পর্কে তেমন কিছু জানতে পারেননি।

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে কায়েং ক্রাচেং জাতীয় উদ্যান অন্যতম। এই জঙ্গলে চিতাবাঘ, ভাল্লুক, সাপসহ নানা ধরনের প্রাণী দেখা যায়। এই নতুন বেগুনি কাঁকড়ার আবিষ্কার উদ্যানটির জীববৈচিত্র্যকে নতুন করে তুলে ধরেছে।