স্ত্রী ডিমের ঝোল রান্না করতে রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত স্বামীর! জানাজানি হতেই রাজ্য জুড়ে হুলুস্থুল

ডিমের ঝোল রান্না করা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ৪০ বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। এই ঘটনাটি ছত্তিশগড়ের ধামতরি জেলার সঙ্করা গ্রামে ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম টিকুরাম সেন। সোমবার তিনি বাড়িতে ডিম এনে তাঁর স্ত্রীকে ডিমের ঝোল রান্না করতে বলেন। কিন্তু তাঁর স্ত্রী তা করতে অস্বীকার করেন। কারণ, সেদিন ছিল ‘করু ভাত’—তিজ উৎসবের আগের একটি বিশেষ পূজার দিন। এই দিনে ঐতিহ্য অনুযায়ী নিরামিষ খাবার খাওয়া হয়।

টিকুরামের স্ত্রী পরদিন উপবাস করবেন বলে সেদিন নিরামিষ খাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ঝগড়ার পর টিকুরাম বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তাঁর ঝুলন্ত মৃতদেহ বাড়ির কাছেই একটি গাছে পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, ঝগড়ার পর হতাশা থেকেই টিকুরাম এই চরম পদক্ষেপ নিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবার এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনাটি এলাকার মানুষকে হতবাক করে দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, সামান্য একটি বিষয় নিয়ে এমন দুঃখজনক পরিণতি হওয়া খুবই অস্বাভাবিক।