হঠাৎ কী হল? ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শুভেন্দু! রাজ্য পুলিশের প্রশংসায় বিরোধী দলনেতা..

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। এতদিন তিনি যেখানে প্রায়শই পুলিশের সমালোচনা করতেন, এবার তাঁর মুখে শোনা গেল ভিন্ন সুর। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সিবিআই বা ইডি-র দরকার হবে না, রাজ্য পুলিশই ‘চোরদের’ সরাবে।

শুভেন্দু অধিকারী বলেন, “পুরো ব্যবস্থাটা বদলাতে হলে সিবিআই-ইডির আদালতে যাওয়ার প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও খুব বুদ্ধিমান, শিক্ষিত, এবং পেশাদার অফিসাররা আছেন। তাঁদের কাজে লাগানো হয় না।”

তাঁর মতে, আগামী দিনে যদি রাজ্যে বিজেপি সরকার আসে, তাহলে তারাই এই পেশাদার পুলিশ অফিসারদের দিয়ে ‘চোরদের’ উচ্ছেদ করবে। বিজেপি সরকার পুলিশের কাজে কোনও হস্তক্ষেপ করবে না বলেও তিনি জানান।

এর আগে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সময়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তিলোত্তমা কাণ্ড বা খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর মতো ঘটনায় তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এবারের মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি রাজ্য পুলিশের ওপর আস্থা রাখেন।

এখন দেখার, ভবিষ্যতে বিজেপি বা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে নতুন কোনো রাজনৈতিক কৌশল নেন কিনা।