প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, জলে ডুবে কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে এল বড় আপডেট

টানা বৃষ্টির কারণে সুবর্ণরেখা ও ডুলুং নদীর জল বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের আন্ধারী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে এলাকার চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর এই নিয়ে তিনবার কৃষিজমি জলের তলায় গেল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে সবজি এবং ধানের চারা নষ্ট হয়ে গিয়েছিল। এবার নতুন করে রোপণ করা ধানের জমিও জলের নিচে চলে গেছে। যদিও এখন বৃষ্টি কমায় ধীরে ধীরে জল নামতে শুরু করেছে, তবুও ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে কৃষকদের চিন্তা কাটছে না।
প্রতি বছরই সাঁকরাইল ব্লকের আন্ধারী, বহড়াদাঁড়ি, ভগবানচক, তেঁতুলিয়া, বৈঞ্চা ও বিরডাহি গ্রামের জমি বন্যায় ডুবে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাফুয়া শারুলিয়া নিকাশি মৌজাতে ডুলুং নদীর বাঁধঘাট এলাকায় পরিস্থিতি খুবই খারাপ।
পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত জানিয়েছেন, চাষের জমিতে জল জমে ক্ষতি হওয়া স্বাভাবিক। তিনি আরও বলেন, কৃষকদের ফসল বীমার আওতায় আনা হয়েছে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু হাজার হাজার কৃষক পরিবার এখন সরকারের সাহায্যের দিকে তাকিয়ে আছে।