মাসে মিলবে ৫০০০, পরিজায়ী শ্রমিকদের জন্য চালু হলো ‘শ্রমশ্রী’ প্রকল্প, এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। বিশেষ করে বাংলায় কথা বলার জন্য তাদের অনেক সময় মারধর করা হচ্ছে। কেউ কেউ কাজ ছেড়ে রাজ্যে ফিরতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে।

এই প্রকল্পের আওতায়, যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে রাজ্যে ফিরতে বাধ্য হবেন, রাজ্য সরকার তাদের এককালীন ৫ হাজার টাকা দেবে। শুধু তাই নয়, নতুন কাজ না পাওয়া পর্যন্ত টানা ১২ মাস ধরে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এতে কাজ হারানো শ্রমিকদের সাময়িক আর্থিক কষ্ট কিছুটা হলেও কমবে। অনেকেই এই প্রকল্পকে ‘নতুন বেকার ভাতা’ হিসেবে দেখছেন।

যুবশ্রী প্রকল্পের চেয়ে আলাদা
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। কিন্তু শ্রমশ্রী প্রকল্পের নিয়মকানুন যুবশ্রীর থেকে আলাদা। শ্রমশ্রীর গেজেটে ‘জবলেস’ বা ‘কর্মহীন’ শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যা থেকে বোঝা যায়, এটি মূলত কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্যই তৈরি করা হয়েছে।

কীভাবে আবেদন করা যাবে?
ইতিমধ্যেই ‘শ্রমশ্রী’ প্রকল্পের আবেদন নেওয়া শুরু হয়েছে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে। অনলাইনেও আবেদন করা যাবে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।

এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন। সবচেয়ে জরুরি হল, আবেদনকারী যে ভিন রাজ্যে কাজ করতেন, তার প্রমাণপত্র দেখাতে হবে। এই নথি না থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ার প্রমাণপত্রও জমা দিতে হবে।

এই প্রকল্প চালু হওয়ায় অনেক পরিযায়ী শ্রমিক কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা যায়।