সুখবর দিলেন মিথিলা, খুশি সৃজিতও, নেটিজেনদের জানালেন খুশির খবর

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের তারকা অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্কে নাকি চিড় ধরেছে। মিথিলা মেয়ে আইরাকে নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পর এই জল্পনা আরও বেড়েছিল। তবে সম্প্রতি সব গুজবে জল ঢেলে দিলেন পরিচালক নিজেই। স্ত্রী মিথিলার একটি বড় সাফল্য নিয়ে তিনি ফেসবুকে আবেগপূর্ণ পোস্ট করেছেন।
সম্প্রতি রাফিয়াত রশিদ মিথিলা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। নিজের এই সাফল্যের কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান। গত মঙ্গলবার তিনি জানান যে, পাঁচ বছরের পরিশ্রমের পর অবশেষে তিনি সফলভাবে পিএইচডি থিসিস শেষ করতে পেরেছেন। এখন থেকে তিনি আর শুধু রাফিয়াত রশিদ মিথিলা নন, বরং ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।
স্ত্রী মিথিলার এই বড় সাফল্যে গর্বিত সৃজিত মুখোপাধ্যায়। তিনি মিথিলার পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ এই পোস্টটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাঁদের সম্পর্কের দূরত্ব হয়তো অনেকটাই কমেছে।
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত এবং মিথিলা বিয়ে করেন। মিথিলার এটি দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম পক্ষের মেয়ে আইরাকে সৃজিত নিজের মেয়ের মতোই ভালোবাসেন। এই পোস্টের মাধ্যমে সৃজিত আবারও প্রমাণ করলেন যে তাঁদের সম্পর্কের বাঁধন এখনো মজবুত। এখন দেখার বিষয়, এই ভালো খবরের পর তাঁরা কি আবার একসঙ্গে কলকাতায় ফিরবেন কিনা।