চারবার ফোন করলেও ধরেননি মোদী! খবর প্রকাশের পরই ট্রাম্প বললেন- ‘কালকে আমাকে কল ব্যাক করুন’,

সম্প্রতি জার্মান সংবাদপত্র ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমাইন জেইতুং’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চারবার ফোন করলেও মোদী সেই ফোন ধরেননি। এই খবরটি প্রকাশ হওয়ার পর ট্রাম্প একটি সাক্ষাৎকারে মোদীকে নিয়ে মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, “আমি এক অত্যন্ত দুর্দান্ত মানুষের সঙ্গে কথা বললাম… ভারতের মোদী (যদিও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদীর সঙ্গে ট্রাম্পের কথা হয়নি)। আমি জিজ্ঞাসা করলাম, পাকিস্তান ও আপনাদের মধ্যে কী চলছে? এরপর আমি পাকিস্তানের সঙ্গেও কথা বললাম।”
ট্রাম্প আরও দাবি করেন, “তাদের একের ওপরের প্রতি অসম্ভব ঘৃণা ছিল। এটা বহু সময় ধরেই চলছে… আমি পাকিস্তানকে বললাম, আমি কোনো বাণিজ্য চুক্তি করব না।”
ট্রাম্পের দাবি, তাঁর মধ্যস্থতার কারণেই ভারত-পাকিস্তান সংঘাত থেমে গিয়েছিল। ট্রাম্প এরপর নাকি বলেছিলেন, ‘আপনারা (সম্ভবত পাকিস্তানকে) পারমাণবিক যুদ্ধ করতে চলেছেন। আমি তখন বললাম, কালকে আমাকে কল ব্যাক করুন। কিন্তু আমি কোনও চুক্তি করব না, বা এত উচ্চ হারে শুল্ক বসাব যে আপনাদের মাথা ঘুরতে শুরু করবে।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘এর ৫ ঘণ্টা পর সব (সংঘাত) শেষ হয়ে যায়।’