পুজোর আগেই কী DA নিয়ে আসবে সুখবর? সুপ্রিম কোর্টে মামলার দিকে তাকিয়ে সরকারি কর্মীরা!

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি দুর্গাপূজার আগেই হতে চলেছে। এই খবর সামনে আসতেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশা জেগেছে।

অনেকদিন ধরেই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীরা আন্দোলন করছেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়া উচিত। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে। এরপর বেশ কয়েকবার শুনানির তারিখ পেছানো হয়েছে।

আদালত আগে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, ৬ সপ্তাহের মধ্যে ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে। কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেছে। সরকারি কর্মীরা মনে করছেন, এবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় এলে তাদের বকেয়া পাওনা মেটাতে আর কোনো বাধা থাকবে না। যেহেতু সেপ্টেম্বরের শেষেই পুজো, তাই পুজোর আগেই যদি কোনো ভালো খবর আসে, তাহলে অনেকের সুবিধা হবে।

বিভিন্ন সূত্র থেকে খবর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কোনো শুক্রবার বা সোমবার এই মামলার রায় আসতে পারে। সরকারি কর্মীদের ইউনিয়নের নেতারাও তেমনই ইঙ্গিত দিয়েছেন। সবাই মনে করছেন, পুজোর আগে এটাই শেষ শুনানি হতে পারে।

এই মামলার সঙ্গে প্রায় লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী যুক্ত। তারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের আশা, সুপ্রিম কোর্টের রায়ে বকেয়া ডিএ পাওয়ার পথ পরিষ্কার হবে। যদিও এর ফলে রাজ্যের ওপর আর্থিক চাপ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

তবে কর্মীদের দাবি, তাদের পাওনা কোনোভাবেই আটকে রাখা উচিত নয়। এখন দেখার, পুজোর আগে তাদের আশা পূরণ হয় কিনা।