পুজোয় দ্বিগুণ মজা করতে মহিলাদের জন্য সুখবর! উপার্জনের নতুন পথ জানুন এক ক্লিকেই

দুর্গাপূজা আসতে আর বেশি দেরি নেই। এই উৎসবের মরসুমে হাতের কাজের গয়নার চাহিদা বাড়ে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদের খড়গ্রামের কিছু মহিলা গয়না তৈরি করে নিজেদের রোজগার করছেন।
রাজ্য সরকার এখন মহিলাদের স্বনির্ভর করতে নানা উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে গ্রামের মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র বানানোর জন্য উৎসাহ দিচ্ছে। স্কুলের পোশাক বা অন্য কাজের পোশাক বানানোর দায়িত্বও দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এর ফলে তাঁরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছেন।
খড়গ্রামের ১০ জন মহিলা একসঙ্গে একটি দল তৈরি করে এই গয়না তৈরির কাজ করছেন। তাঁরা জানান, বর্তমান প্রজন্মের পছন্দ অনুযায়ী আধুনিক ডিজাইনের গয়না তৈরি করছেন তাঁরা। এই গয়নাগুলো বর্ধমান থেকে বীরভূম পর্যন্ত বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এতে প্রতিদিন একজন মহিলা ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।
পুজার আগে আরও বেশি লাভের আশায় এখন দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। তাদের এই প্রচেষ্টা শুধু নিজেদের আর্থিক স্বাবলম্বী করে তুলছে না, একইসঙ্গে অন্যদেরও নতুন পথ দেখাচ্ছে।