‘ইয়ানিনি চবিতি…’, মায়ের সঙ্গে নিজের নাম প্র্যাকটিস করতে ব্যস্ত ইয়ালিনি, আদো আদো গলা শুনে মুগ্ধ নেটিজেনরা

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কাজের বাইরে তাঁর পুরো সময়টা পরিবারের সঙ্গেই কাটান। সম্প্রতি তিনি তাঁর ছোট মেয়ে ইয়ালিনির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়ালিনি মায়ের কাছে নিজের নাম বলতে শিখছে। যখন শুভশ্রী তাঁকে জিজ্ঞেস করছেন, “তোমার নাম কী?”, ছোট্ট ইয়ালিনি আধো আধো গলায় বলছে, “ইয়ানিনি চবিতি।” মেয়ের এই মিষ্টি কথা শুনে শুভশ্রী হেসে ওঠেন।

তবে অবাক করার বিষয় হলো, নিজের নাম আধো আধো করে বললেও বাবা রাজ চক্রবর্তী এবং দাদা ইউভানের নাম সে বেশ স্পষ্ট করে বলতে পারে। যদিও এখনও পদবি বা বাড়ির ঠিকানা বলা সে ঠিকমতো শেখেনি। শুভশ্রী যে এখন থেকেই মেয়েকে শেখাতে শুরু করেছেন, তাতে ধারণা করা হচ্ছে, ইয়ালিনি খুব দ্রুতই সবকিছু শিখে যাবে।

ইউভান আর ইয়ালিনি বাংলা ইন্ডাস্ট্রির তারকা সন্তানদের মধ্যে খুবই জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাদের খুনসুটি আর মজার ভিডিও দেখা যায়। কখনও তারা স্পাইডারম্যান বা সুপারম্যান সেজে খেলা করে, আবার কখনও বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায়। শুভশ্রী এবং রাজ দুজনেই কাজের ফাঁকে যতটা পারেন, নিজেদের ছেলে-মেয়েকে সময় দেন।

 

View this post on Instagram

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_universe)

সম্প্রতি শুভশ্রীর অভিনীত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। ছবিটি মুক্তির পরেই শুভশ্রী একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মুম্বাই গিয়েছিলেন।