ঘাটালে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও, রয়েছে দুশ্চিন্তা! হাঁটু সমান জল নিয়ে কাটছে দিন, চিন্তায় বাসিন্দারা

একটানা বৃষ্টির পর ঘাটালের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখনও ঘাটাল পৌরসভা ও আশপাশের অনেক গ্রাম পঞ্চায়েত এলাকা জল থইথই করছে। কোথাও এক কোমর, কোথাও হাঁটু সমান জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। তাই আসন্ন দুর্গাপূজার আগে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বেশ চিন্তায় পড়েছেন।
বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ঘাটাল পুরোপুরি ডুবে গিয়েছিল। রাস্তাঘাট, বাড়িঘর, আর চাষের জমি সব জলে ভরে গিয়েছিল। চন্দ্রকোনার কেঠিয়া নদীর জল কমতে শুরু করলেও ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড এবং বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও জলের তলায়। যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা আর ডিঙি।
প্রতি বছরই বর্ষার সময় ঘাটালের এই একই অবস্থা হয়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বন্যার জল ধীরে ধীরে কমলেও, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
আর মাত্র কয়েক দিন পরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। এই পরিস্থিতিতে কীভাবে উৎসবের প্রস্তুতি হবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, সবাই এখন একটাই প্রার্থনা করছেন— যত তাড়াতাড়ি সম্ভব জল নেমে যাক, যাতে উৎসবের আনন্দটা মাটি না হয়।