দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ! গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল

দুর্নীতির অভিযোগ এবং কর্তব্যে গাফিলতির কারণে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, গত ২৫ আগস্ট সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বেশ কিছু দিন ধরেই নানা ধরনের দুর্নীতির অভিযোগের মুখে ছিল। এর মধ্যে আর্থিক দুর্নীতি, পরীক্ষার খাতা এবং গুরুত্বপূর্ণ নথি চুরির মতো অভিযোগও রয়েছে। এসব অভিযোগে একাধিক অধ্যাপক ও আধিকারিককেও দীর্ঘদিন ধরে সাসপেন্ড থাকতে হয়েছে।
এর আগে বিজেপি দলও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছিল। এরপর রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দফতর একটি প্রতিনিধি দল গঠন করে তদন্তের জন্য পাঠিয়েছিল, যেখানে উপাচার্য নিজেও ছিলেন। কিন্তু তারপরও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে।
২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে কোটি কোটি টাকা অবৈধভাবে খরচ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর থেকে নানা ধরনের আর্থিক অনিয়মের বিষয় সামনে আসতে থাকে। উচ্চ শিক্ষা অভিযানের জন্য বরাদ্দ করা টাকার হিসাব নিয়েও প্রশ্ন ছিল। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময়ে সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে না পারার কারণে রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদা এবং দুই দিনাজপুরের প্রায় ২৫টি কলেজ রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। উপাচার্যকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।