পুজোর আমেজে বাড়ছে সোনার দর, আকাশ ছুঁলো রুপােও! চিন্তা বাড়ছে ক্রেতাদের

আর ক’দিন পরেই শুরু হচ্ছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। এই সময়ে শুধু নতুন জামাকাপড় নয়, সোনা কেনারও একটা চল আছে। তারপর একে একে ধনতেরাস, কালীপূজা আর বিয়ের মৌসুম—সব মিলিয়ে উৎসবের এই সময়টাতে সোনার চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু এ বছর পুজার আগে থেকেই সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
কয়েক দিন আগেও সোনার দাম কিছুটা কম ছিল, তাতে ক্রেতাদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ করেই দাম আবার এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। যারা পুজা বা ধনতেরাসের জন্য গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাদের এখন নতুন করে বাজেট সাজাতে হচ্ছে।
সাধারণত দেখা যায়, উৎসবের আগে চাহিদা বাড়লেই সোনার দাম একটু বাড়ে। এর পেছনে আরও কিছু কারণ থাকে, যেমন আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলার-টাকার বিনিময় হার এবং দেশের অর্থনৈতিক অবস্থা। সবকিছুর প্রভাব গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর।
কলকাতার বড় বড় গয়নার দোকানে এখন থেকেই ভিড় দেখা যাচ্ছে। অনেকে দাম আরও বেড়ে যাওয়ার ভয়ে এখনই বুকিং করে রাখছেন। আবার অনেকে পুরোনো গয়না বদলে নতুন ডিজাইনের গয়না নিচ্ছেন। গয়নার ব্যবসায়ীরা মনে করছেন, দাম বেশি হলেও পুজোর সময়ে কেনাকাটা চলবেই। তবে এবার মানুষ হয়তো হালকা ওজনের বা ছোট গয়নার দিকে বেশি ঝুঁকবেন।
পুজা মানেই শাঁখ, সিঁদুর আর তার সঙ্গে সোনার গয়নার ঝলক। বাঙালির বিশ্বাস, ধনতেরাস বা কালীপূজায় সোনা কেনা শুভ। তাই দাম যতই বাড়ুক না কেন, এই সময় গয়নার দোকানে ভিড় বাড়বে নিশ্চিত। অনেকেই বাজেট সামলাতে ব্যাঙ্ক থেকে সোনার ঋণ বা কিস্তির সাহায্য নিচ্ছেন।
সব মিলিয়ে বলা যায়, দুর্গাপূজা থেকে বিয়ের মৌসুম পর্যন্ত সোনার বাজার সবসময়ই জমজমাট থাকে। দাম বাড়লেও উৎসবের আনন্দ আর নতুন গয়না কেনার আগ্রহ তাতে কমবে না।