নিজে হাতে গনেশ মূর্তি তৈরী করল বিপাশার মেয়ে, দেবীর কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা!

সম্প্রতি বলিউড অভিনেত্রী বিপাশা বসু তাঁর মেয়ে দেবীর একটি মিষ্টি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা দেখে অনুরাগীরা ভালোবাসা প্রকাশে মেতে উঠেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গণেশ চতুর্থী উপলক্ষে ছোট্ট দেবী নিজের হাতেই একটি গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করছে।

ভিডিওটিতে দেখা যায়, দেবী মন দিয়ে মাটি দিয়ে গণেশ মূর্তি বানাচ্ছে। তার এই একাগ্রতা আর মনোযোগ সবাইকে মুগ্ধ করেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই প্রচুর মানুষ এটি দেখছেন এবং প্রশংসা করছেন। নেটিজেনরা দেবীকে ‘ছোট্ট শিল্পী’ এবং ‘ছোট্ট পরিশ্রমী রাজকুমারী’ বলে অভিহিত করছেন। অনেকেই লিখেছেন, “তুমি পারবে, ছোট্ট পরিশ্রমী রাজকুমারী। এতদিন পর তোমায় দেখে ভালো লাগছে… গণপতি বাপ্পা সবসময়ে তোমায় খুশি রাখুন। গণপতি বাপ্পা মোরিয়া।”

এই বছর ১০ দিনের গণেশ উৎসব শুরু হয়েছে ২৭ আগস্ট, বুধবার। এটি শেষ হবে ৬ সেপ্টেম্বর, অনন্ত চতুর্দশীর দিনে। বলিউড তারকারা এই উৎসবে মেতে উঠেছেন। যদিও এবার শিল্পা শেট্টির পরিবার গণেশ চতুর্থী উদযাপন করছেন না, তবুও অন্যান্য অনেক তারকাই এই উৎসবে অংশ নিচ্ছেন। বিপাশা বসুর শেয়ার করা এই ভিডিওটি প্রমাণ করে যে সেলিব্রিটিরাও ঐতিহ্য আর সংস্কৃতিকে গুরুত্ব দেন এবং তাঁদের সন্তানদের মধ্যে এই মূল্যবোধ সঞ্চার করেন।