রাতের অন্ধকারে ভূপতিনগরে চাঞ্চল্য! তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ মহিলার

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূল নেতার নাম সুশান্ত বেরা। তিনি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। অভিযোগকারিণী মহিলা সম্পর্কে তাঁর আত্মীয় হন। পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে এই বিবাদ চরমে ওঠে। সেই সময় সুশান্ত বেরা ওই মহিলাকে মারধর করেন বলে অভিযোগ।
মারধরের ফলে মহিলা গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর তিনি ভূপতিনগর থানায় সুশান্ত বেরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যদিও পুলিশ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকার মানুষজন চাইছেন, পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করুক এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক।
এ বিষয়ে সুশান্ত বেরার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।