ডেঙ্গি সচেতনতা কর্মীকে অ্যাসিড হামলা করলো বাড়ির মালিক, ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

ডেঙ্গি সচেতনতা অভিযানে গিয়ে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাওড়ার সাঁকরাইল এলাকার বড়বাগান মান্নাপাড়ায়। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের তিনজন মহিলা স্বাস্থ্যকর্মী একটি ভেক্টর কন্ট্রোল টিমের অংশ হিসেবে বিপ্লব মান্নার বাড়িতে যান। কয়েক দিন আগেই এই বাড়িতে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছিল। তাই তাঁরা পরিস্থিতি দেখতে এবং মানুষকে সচেতন করতে সেখানে গিয়েছিলেন।
অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা যখন বিপ্লব মান্নাকে ডেঙ্গি প্রতিরোধ সম্পর্কে বোঝাচ্ছিলেন, তখন তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে একটি বোতলে থাকা অ্যাসিড এক মহিলা স্বাস্থ্যকর্মীর মাথা ও পিঠে ঢেলে দেন। যন্ত্রণায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
আহত স্বাস্থ্যকর্মীকে দ্রুত হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি বলেন, মানুষের সেবায় গিয়ে এমন হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনার পর ডেঙ্গি প্রতিরোধ অভিযানে যুক্ত অন্য স্বাস্থ্যকর্মীরাও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।