‘সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও…, বাংলাকে চোর বলছেন’, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী!

বর্ধমানের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন করেন, “যে ছাত্র সব প্রশ্নের উত্তর দেয়, তাঁকে যদি শিক্ষক ‘শূন্য’ দেয়, তাহলে কি সে মেনে নিতে পারবে?” এই মন্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার পরও টাকা আটকে রাখার কঠোর সমালোচনা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করেন, কিন্তু প্রধানমন্ত্রীরও উচিত রাজ্যের চেয়ারগুলোকে সম্মান করা। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্র কেন বলবে যে বাংলায় সব চোর, আর সেই কারণে তারা টাকা বন্ধ করেছে? তিনি বলেন, “উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর। ডবল ইঞ্জিন সবথেকে বড় চোর। আগে চোরেদের দিকে তাকান।”
রাজ্যে আবাসন প্রকল্প, ১০০ দিনের কাজ, বালি চুরি, ও অবৈধ খনি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় দল এসেছিল। এই প্রসঙ্গে মমতা বলেন, “১৮৬টা টিম পাঠানো হয়েছিল। কিছু জায়গায় সমস্যা ছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল।” তার অভিযোগ, সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে এবং বাংলাকে ‘চোর’ বলে অপমান করছে। তিনি নাম না করে বিরোধী দলের নেতাদের ‘চোর’ এবং ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, সব পঞ্চায়েত তাদের দলের নয়। অনেক জায়গায় অন্য দলের বিধায়ক ও সাংসদও আছেন। তিনি বলেন, কেন্দ্রীয় টিমকে সব প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও কেন বাংলা বঞ্চনার শিকার হচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটিকে আবার সামনে নিয়ে এসেছেন।