ভলেন্টিয়ার এখন অতীত! উৎসব শুরুর আগেই বড় ঘোষণা, নিরাপত্তায় নয়া উদ্যোগ

দুর্গাপূজার আগে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এক বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতি বছরের মতো এবারও দীনবন্ধু মঞ্চে পুজো কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে পুলিশ কমিশনারেট। সেই বৈঠকে ‘পুজো বন্ধু’ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

‘পুজো বন্ধু’ কী?
পুলিশ কমিশনার সি সুধাকর জানান, এবার থেকে পুজো মণ্ডপের স্বেচ্ছাসেবকদের ‘ভলান্টিয়ার’ না বলে ‘পুজো বন্ধু’ বলা হবে। প্রতিটি পুজো কমিটি থেকে ১০ জন করে স্বেচ্ছাসেবক বাছা হবে। তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সহযোগিতা করতে পারে। এই প্রশিক্ষণে ভিড় সামলানো, দর্শনার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং আগুন নেভানোর মতো জরুরি ব্যবস্থা শেখানো হবে।

পুলিশের এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য হলো, পুজো মণ্ডপে দর্শনার্থীদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের অপ্রয়োজনীয় ঝগড়া এড়ানো। এই প্রশিক্ষণের মাধ্যমে ‘পুজো বন্ধু’রা কেবল প্রশাসনকেই সাহায্য করবে না, বরং সাধারণ মানুষের কাছেও সহায়ক হিসেবে পরিচিত হবে। পুজো কমিটিগুলোকে আগামী পাঁচ দিনের মধ্যে এই ১০ জনের তালিকা পুলিশের কাছে জমা দিতে বলা হয়েছে।

মহিলা পরিচালিত পুজো কমিটির জন্য বিশেষ সম্মান
এই বছরের বৈঠকে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শুধু বড় পুজো কমিটি নয়, সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলোকেও বিশেষ সম্মান জানাবে। সেরা পুজোর তালিকায় এবার মহিলা পরিচালিত পুজোগুলিরও জায়গা হবে। এই ঘোষণা শুনে মহিলা কমিটিগুলোর মধ্যে খুশির ঢেউ লেগেছে।

পুলিশের এই নতুন উদ্যোগে আশা করা হচ্ছে, এবার শিলিগুড়ির দুর্গাপুজো আরও শান্তিপূর্ণ এবং নিরাপদ হবে।