বাড়ি ভাড়া নিয়ে খোলা হয়েছিল CBI-ED অফিস, অ্যাকশন করতে গিয়েই গ্রেফতার ৫!

ভুয়ো গোয়েন্দা সংস্থা খুলে ইডি এবং সিবিআই অফিসার সেজে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রটি ডায়মন্ড হারবার পুরসভার কোর্ট পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে অফিস খুলেছিল।

গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ এই ভুয়ো অফিসের ওপর নজরদারি শুরু করে। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: ফাল্গুনি চট্টোপাধ্যায়, সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা এবং জামাল হালদার। পুলিশ ওই অফিস থেকে পুলিশ প্রশাসনের ভুয়ো সার্টিফিকেট এবং বিভিন্ন ভুয়ো পরিচয়পত্র (আই কার্ড) বাজেয়াপ্ত করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রের মূল পাণ্ডা ফাল্গুনি চট্টোপাধ্যায়, যার বাড়ি কলকাতার লেক থানা এলাকায়। ধৃতরা শুধুমাত্র ডায়মন্ড হারবারেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় অফিস খুলে এই ধরনের অপরাধ করত।

ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, “ওরা নিজেদের ইডি, সিবিআই বা নারকোটিক্সের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করত। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের এই কাজ সম্পর্কে জানতে পারি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।” পুলিশ এখন এই চক্রের মাধ্যমে তোলা মোট টাকার পরিমাণ এবং অন্যান্য শাখা অফিসের খোঁজ করছে।