মামার বাড়ি বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি! পুকুর থেকে উদ্ধার ‘নিখোঁজ’ শিশুর দেহ, বিস্তারে জানুন ঘটনা

মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক তিন বছর বয়সী শিশু কন্যার। নিখোঁজ হওয়ার দু’দিন পর মঙ্গলবার ভোর রাতে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার হিজলতলা এলাকায়।

কী ঘটেছিল?
মৃত শিশুটির নাম নুসরত জাহান (৩)। তার বাড়ি ধুলিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খরবোনা এলাকায়। গত রবিবার সকালে সে তার মায়ের সঙ্গে মামার বাড়িতে একটি অনুষ্ঠানে এসেছিল। কিন্তু দুপুর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার সামশেরগঞ্জ থানায় নিখোঁজ ডাইরি দায়ের করে।

সিসিটিভি ফুটেজে রহস্যের সমাধান
অবশেষে মঙ্গলবার ভোর রাতে মামার বাড়ির আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই দেখা যায়, শিশুটি অসাবধানতাবশত একটি পুকুরে পড়ে যাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, রবিবার সে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

সিসিটিভি ফুটেজ দেখার পর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে পুকুর থেকে তুলে আনেন। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।