নিমেষে ভাসল বাড়ি-হোটেল, কাশ্মীরে ফের ভাঙল মেঘ, দেখেনিন ভিডিও

জম্মু-কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা ও হড়পা বানে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ডোডা, কাঠুয়া ও কিশতওয়ার জেলায় প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীগুলো বিপদসীমার ওপর দিয়ে বইছে এবং এর তোড়ে একের পর এক বাড়ি, হোটেল ও মন্দির ভেঙে পড়েছে। প্রশাসন পুরো জম্মুতে বন্যার সতর্কতা জারি করেছে।

মঙ্গলবার সকাল থেকে ডোডা জেলায় হঠাৎ করেই শুরু হয় প্রবল বৃষ্টি। এর ফলে পাহাড়ি এলাকায় হড়পা বান দেখা দেয়। প্রবল জলের তোড়ে অন্তত ১০টি বাড়ি, কয়েকটি হোটেল এবং মন্দির চোখের সামনে ভেসে গেছে। ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই আঁতকে উঠছেন।

আবহাওয়া দপ্তর আগেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রাম্বান এবং কিশতওয়ারে মেঘ ভাঙা বৃষ্টি এবং ভূমিধসের আশঙ্কা ছিল। সেই পূর্বাভাসই সত্যি প্রমাণিত হয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপত্যকার সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাওয়াই নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার ফলে জনবসতিপূর্ণ এলাকাগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন মানুষকে জলাশয় থেকে দূরে থাকতে এবং ধসপ্রবণ এলাকাগুলো থেকে সরে যেতে বলেছে।

উদ্ধারকারী দলগুলো দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছেছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবী যাত্রাও আপাতত স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই।