“আমাদের লোকদের উপর কেন অত্যাচার করবে?”- বর্ধমানের সভা থেকে শ্রমশ্রী নিয়ে সুর চড়ালেন মমতা!

বর্ধমানে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচার নিয়ে আবার সরব হয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, যে সব পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন, তারা প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই কর্মসূচিতে তিনি কর্মশ্রী, কন্যাশ্রী, শ্রমশ্রীর মতো বিভিন্ন প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে থাকে। তাদের জামাই আদর করে নিয়ে যাওয়া হলেও এখন তাদের কপালে শুধু লাঞ্ছনা আর অত্যাচার জুটছে।” তিনি জানান যে, সম্প্রতি হাবড়ার এক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে মারা গেছেন।
এরপর তিনি বলেন, পশ্চিমবঙ্গে দেড় কোটিরও বেশি অন্য রাজ্যের মানুষ থাকেন, কিন্তু তাদের ওপর কোনো অত্যাচার করা হয় না। তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আমাদের লোকদের উপর কেন অত্যাচার করবে?”
বন্যা এবং ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বর্ধমান জেলা সবুজ বিপ্লব করছে।” তিনি আরও বলেন, আগে পূর্ব ও পশ্চিম বর্ধমান একটিই জেলা ছিল, কিন্তু দূরত্ব কমানোর জন্য দুটি নতুন জেলা করা হয়েছে। তিনি জানান যে, ২০১১ সালের পর রাজ্যে ২ লক্ষ ২৬ হাজার গৃহ পাট্টা দেওয়া হয়েছে এবং আরও ২৪ হাজার পাট্টা খুব শিগগিরই দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি খুব খুশি, আজ থেকে আমরা ছাত্র-ছাত্রীদের জন্য সাইকেল দেওয়া শুরু করলাম। আমরা সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দিচ্ছি, যা কয়েক দিনের মধ্যেই সবার কাছে পৌঁছে যাবে।”
সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর এই সফর থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন আর্থিক সহায়তার ঘোষণা এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।