ভাইরাল হতে একী কান্ড! একের পর এক কাঁচা করলা খেয়েই চলেছেন তরুণী, দেখুন সেই ভিডিও

আজকালকার দিনে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। প্রতিদিনই সামাজিক মাধ্যমে কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই অবাক হয়েছেন।

foodie_rinku00 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক মহিলা কাঁচা করলা খাচ্ছেন, তাও আবার টমেটো কেচাপ দিয়ে। সাধারণত করলার তেতো স্বাদের জন্য অনেকেই এটি খেতে পছন্দ করেন না। কিন্তু ওই মহিলাকে কাঁচা করলা খেতে দেখে তার মুখের কোনো অভিব্যক্তি দেখে মনে হচ্ছে না যে তার কাছে তেতো লাগছে। তিনি খুব স্বাভাবিকভাবেই করলাগুলো খাচ্ছেন।

এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই অবাক হয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ইনি খাচ্ছেন, আর তেঁতো আমার লাগছে।” আরেকজন মজা করে মন্তব্য করেছেন, “এ বার তাঁকে আর কোনও মশা কামড়াতে পারবে না।” আরেকজন কৌতুক করে জিজ্ঞেস করেছেন, “দিদি আপনি কোন দুনিয়া থেকে এসেছেন?”

এই ভিডিওটি প্রমাণ করে যে, সামাজিক মাধ্যমে প্রতিদিন কত নতুন এবং ভিন্ন ধরনের বিষয় ভাইরাল হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Rinku Sah (@foodie_rinku00)