SSC নিয়োগ মামলায় ফের সক্রিয় ED, তৃণমূল বিধায়ক ও তাঁর পিসির বাড়িতে তল্লাশি

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আবারও তল্লাশি অভিযান শুরু করেছে ED। এর পাশাপাশি, বীরভূমের সাঁইথিয়ায় তার পিসি, তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চলছে।

আগের মতোই এই তল্লাশিও শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত। ২০২৩ সালের ১৭ এপ্রিল এই মামলায় CBI-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দুর্নীতির মূল অভিযুক্তদের মধ্যে অন্যতম মিডলম্যান প্রসন্ন রায়কে সাহায্য করতেন। যদিও পরে তিনি জামিন পেয়ে যান।

সূত্রের খবর, জীবনকৃষ্ণের সঙ্গে তাঁর পিসি মায়া সাহার বাড়িতেও ED-র একটি দল পৌঁছেছে। মায়ার স্বামী সুব্রত সাহাও তৃণমূলের স্থানীয় নেতা। এলাকাবাসীরা জানিয়েছেন, তারা মায়ার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখেছেন।

এই মুহূর্তে তল্লাশিগুলোর বিষয়ে ED-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।