মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন, সেই জীবনকৃষ্ণের বাড়িতে এবার ইডির হানা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আবারও তল্লাশি অভিযান শুরু করেছে ED। এর আগে তদন্ত চলাকালীন তিনি দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ED-র একটি টিম পৌঁছে গেছে। এছাড়া, মুর্শিদাবাদ ও বীরভূমে আরও মোট চারটি জায়গায় তল্লাশি চলছে। সাঁইথিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতেও ED টিম তল্লাশি চালাচ্ছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এর আগেও জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ২০২৩ সালের এপ্রিলে তার বাড়িতে টানা ৭২ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল CBI। সেই সময় তিনি নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন, যার মধ্যে একটি পরে উদ্ধার করা সম্ভব হয়।

ইডি সূত্রে খবর, গ্রেফতার হওয়া মিডলম্যানদের সঙ্গে তার যোগাযোগের অভিযোগ উঠেছিল। দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা হয়। প্রায় এক বছর জেলে থাকার পর ১৩ মাস আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি।

এবার পূজার আগে নিয়োগ দুর্নীতি মামলায় আবার ED সক্রিয় হয়েছে। শুধু জীবনকৃষ্ণ সাহা নয়, কলকাতার আরও কয়েকটি জায়গায়ও তল্লাশি চালানো হচ্ছে। ইডি-র সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন।