‘এলাকা, তুমি কার?’ দায় ঠেলাঠেলিতে ব্যস্ত দুই থানা, ক্ষোভে গায়ে আগুন দিলেন তরুণী

ওডিশায় আত্মহত্যার চেষ্টার ঘটনা আবারও ঘটেছে। এবার পুলিশের গাফিলতির অভিযোগে ঢেঙ্কানলের পুলিশ সুপারের অফিসের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। তিনি জানিয়েছেন, তাঁর দেওরের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ জানাতে গিয়ে তিনি দুই থানার পুলিশের মধ্যে দায় ঠেলাঠেলির শিকার হন। এই ঘটনার পর ঢেঙ্কানলের পুলিশ সুপার দুই থানার দুই পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করেছেন।
আক্রান্ত তরুণীর পরিবার জানিয়েছে, তিনি প্রথমে ঢেঙ্কানল টাউন থানায় গিয়েছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাঁকে অভিযোগ জানাতে সদর থানায় পাঠিয়ে দেয়। সদর থানায় গেলে বলা হয়, ওই এলাকা তাদের আওতায় পড়ে না। এভাবে দুটি থানার মধ্যে বারবার ঘুরেও কোনো সহযোগিতা না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন।
বারবার হতাশ হয়ে ফিরে আসার পর অবশেষে ক্ষোভে এবং হতাশায় তরুণীটি পুলিশ সুপারের অফিসে যান। অফিসের সামনে দাঁড়িয়ে তিনি নিজের গায়ে পেট্রল ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। তবে বিপদ ঘটার আগেই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পর তরুণী পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে সক্ষম হন। পুলিশ সুপার অভিনব সোনকার জানান, তিনি তরুণীর অভিযোগ শুনেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েক মাসে ওডিশায় মোট পাঁচজন মহিলা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে কলেজের ভেতরে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। এই ধরনের ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো সমালোচনা করছে, যদিও সরকার এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।