শিক্ষক পিটিয়ে গ্রেপ্তার তরুণী, পাল্টা অভিযোগ তুলে থানায় গেলেন ধৃত মেয়ের মা

বেলঘরিয়ায় এক আঁকার শিক্ষককে মারধরের ঘটনায় এবার নতুন মোড় এসেছে। রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদ করায় ওই শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনার পর পুলিশ অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করলে এবার তার মা শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন।

কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে শনিবার সকালে শিক্ষক নিরুপম পাল তার বাড়ির কাছে কয়েকজন তরুণ-তরুণীকে রাস্তায় বসে মদ খেতে দেখেন। তিনি এর প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ মূল অভিযুক্ত তরুণী মন্দিরা মুখোপাধ্যায়-সহ মোট চারজনকে গ্রেফতার করে।

তরুণীর পরিবারের পাল্টা অভিযোগ

মেয়ে গ্রেফতার হওয়ার পর তার মা থানায় গিয়ে নিরুপম পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, নিরুপমই প্রথমে তার মেয়েকে অশালীন মন্তব্য করেন এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। সেই মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়েই এই ঘটনা ঘটে বলে দাবি তার। তিনি পুলিশের কাছে একটি ভিডিও ক্লিপও জমা দিয়েছেন।

পুলিশের তদন্ত

যদিও নিরুপম পাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি আগেই বলেছেন, “রাস্তায় ৭-৮ জন ছেলে ও একজন তরুণী মদ খাচ্ছিল। আমার ভালো লাগেনি বলে প্রতিবাদ করি। উল্টে আমাকে আক্রমণ করে বসে।”

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতোমধ্যে ২৫ বছর বয়সী ওই তরুণী এবং আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন নাবালক। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই নাবালকের খোঁজ করছে পুলিশ। বর্তমানে এই ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।