“৮ বছর সন্তান হচ্ছিল না…”-তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, সুযোগ বুঝে ‘সাধু বাবা’ করলেন ধর্ষণ

আট বছর ধরে সন্তান না হওয়ায় এক মহিলা সন্তান লাভের আশায় তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ধর্মীয় আচারের নামে ওই তান্ত্রিক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মথুরার নওঝিল এলাকায়। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত তান্ত্রিক পলাতক।
পুলিশ সুপার সুরেশ চন্দ্র রাওয়াত জানান, নির্যাতিতা ৩৫ বছর বয়সী ওই মহিলা আট বছর ধরে বিবাহিত এবং তাঁর কোনো সন্তান নেই। সন্তান লাভের জন্য তিনি ৪৫ বছর বয়সী তান্ত্রিক মুস্তাক আলির সঙ্গে যোগাযোগ করেছিলেন।
শনিবার তান্ত্রিক মুস্তাক আলি কিছু বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে মহিলাকে সন্তান ধারণে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই সুযোগ নিয়ে তিনি মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মুস্তাক আলি পালিয়েছেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।