“৮-১০ জন যুবক ঢুকে এল ঘরে…”-মহিলা ফোন ক্যামেরা ‘অন’ করতেই ঘটে গেলো ভয়ঙ্কর কান্ড?

ঋণের টাকা শোধ দিতে না পারায় এক মহিলাকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদমের এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আক্রান্ত মহিলা জানিয়েছেন, পিয়ালী দেবনাথ নামে এক মহিলার কাছ থেকে তিনি ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা সময়মতো শোধ করতে পারেননি। অভিযোগ, শনিবার রাতে ৮ থেকে ১০ জন যুবক মদ্যপ অবস্থায় তাঁদের বাড়িতে চড়াও হয়। প্রথমে তারা হুমকি দেয় এবং পরে তাঁকে ও তাঁর পরিবারের অন্য সদস্যদের মারধর করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি বলে অভিযোগ।
এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।