নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে গেরুয়া ঝড়! ১২-০ তে চূর্ণ হয়ে গেলো তৃণমূল কংগ্রেস

পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় সমিতির নির্বাচনে একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে বিজেপি। এবার শুভেন্দু অধিকারীর নিজের এলাকা নন্দীগ্রামেও তৃণমূলকে বড় ধাক্কা দিল তারা। নন্দীগ্রামের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে ১২-০ আসনে হারিয়েছে বিজেপি। এই ফল প্রকাশের পর থেকেই এলাকায় গেরুয়া আবিরে মেতে উঠেছে বিজেপি কর্মী-সমর্থকরা।
শনিবার এই সমবায়ের নির্বাচন ছিল। মোট ১২টি আসনে ভোট হয়। এর মধ্যে ৬টি আসনে আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। বাকি ৬টি আসনে ভোটগ্রহণ হয়। সেখানেও তৃণমূলকে কুপোকাত করে জয় তুলে নেয় বিজেপি। ভোটের ফল ঘোষণার পর দেখা যায়, সবকটি আসনেই জয় পেয়েছে বিজেপি। অর্থাৎ, ১২-০ ব্যবধানে বিরাট জয় পেয়েছে তারা।
এই ফলাফল নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “এই জয় আসলে সাধারণ মানুষের জয়। মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে।” অন্যদিকে, তৃণমূল এই ফলকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, ছোটখাটো ভোটে হার-জিত হয়েই থাকে। এর সঙ্গে রাজনৈতিক ফলাফলের কোনো সম্পর্ক নেই।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফল শাসক দলের জন্য একটি বড় সতর্কবার্তা। বিশেষ করে শুভেন্দু অধিকারীর নিজের গড়ে এমন পরাজয় তৃণমূলের জন্য চিন্তার কারণ হতে পারে।