দুর্গাপুজো নিয়ে অনিশ্চয়তার মেঘ, উত্তর দিনাজপুরে পুজো বন্ধ হওয়ার আশঙ্কা

পুজো প্রায় দোরগোড়ায়, অথচ উত্তর দিনাজপুর জেলায় এবার উৎসবের আমেজ পুরোপুরি ফিকে হয়ে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এর কারণ হল, জেলার ডেকোরেটার্স ব্যবসায়ীরা ক্লাবগুলোর কাছে দীর্ঘদিনের বকেয়া টাকা না পাওয়ায় এবার কাজ করতে রাজি হচ্ছেন না। এর ফলে মণ্ডপ, আলোকসজ্জা, মাইক—সবই অনিশ্চয়তার মুখে। এই অচলাবস্থা যদি না কাটে, তবে এবারের পুজোয় জৌলুস বজায় থাকবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
হতাশার মধ্যে ব্যবসায়ীরা
জেলা ডেকোরেটার্স ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা বলছেন, বছরের পর বছর ধরে ক্লাবগুলো টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করে না। শুধু ক্লাব নয়, কিছু সরকারি অনুষ্ঠানেরও বকেয়া টাকা এখনও মেটানো হয়নি। ডেকোরেশন ব্যবসায়ী মনোজ সাহা সংবাদমাধ্যমকে জানান, “আর্থিকভাবে আমরা একেবারে শেষ সীমায় এসে পৌঁছেছি। এত বড় উৎসবেও যদি আমাদের পাওনা না মেলে, তাহলে এই ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন।”
জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পার্থ সরকার বলেন, “আমরা দিনরাত পরিশ্রম করে পুজোর মণ্ডপ ও আলোকসজ্জার কাজ করি, অথচ আমাদের পাওনাটুকু মেলে না। তাই এবার আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত বকেয়া টাকা মেটানো না হলে আমরা কাজে হাত দেব না।”
চিন্তিত এলাকাবাসী
ডেকোরেটার্সদের এই অনড় সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলছেন, এভাবে চলতে থাকলে জেলার সাংস্কৃতিক পরিবেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে, ক্লাবগুলোর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন এবং এই বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ করা উচিত। তারা চান, যাতে পুজোর উৎসব নির্বিঘ্নে ও যথাযথভাবে সম্পন্ন হয় এবং কোনো ব্যবসায়ী আর্থিক ক্ষতির শিকার না হন।
তবে, এখনও অনেকে শেষ মুহূর্তের কোনো সমাধানের আশায় রয়েছেন। উত্তর দিনাজপুর জেলার পুজোপ্রেমী মানুষ এবং ডেকোরেশন ব্যবসায়ীরা এখন সেই আশাতেই দিন গুনছেন, যাতে উৎসবের সময় কোনো অন্ধকার নেমে না আসে।