১২ কোটি নগদ, ৬ কোটির সোনা, অনলাইন গেমিং অ্যাপ বন্ধ হতেই গ্রেফতার বিধায়ক, বড় রহস্য ফাঁস করল ED!

অনলাইন বেটিং অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর বড়সড় ধাক্কা খেল একটি অবৈধ বেটিং চক্র। অনলাইন বেটিং সাইট চালানোর অভিযোগে কর্নাটকের চিত্রদুর্গ জেলার বিধায়ক কে.সি. বীরেন্দ্রকে গ্যাংটক থেকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁর কাছ থেকে নগদ ১২ কোটি টাকা এবং ৬ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে।
বেঙ্গালুরুর ইডি কর্মকর্তারা ২২ ও ২৩ আগস্ট দেশের মোট ৩১টি জায়গায় বড় ধরনের অভিযান চালান। এই অভিযানে গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বই এবং গোয়ার মতো শহরগুলোতে তল্লাশি চালানো হয়। গোয়ায় পাঁচটি বড় ক্যাসিনোতেও তল্লাশি করা হয়।
তদন্তে জানা যায়, বিধায়ক বীরেন্দ্র King567 এবং Raja567-এর মতো বেশ কয়েকটি অনলাইন বেটিং সাইট চালাচ্ছিলেন। এই কাজে তার ভাই কে.সি. থিপ্পাস্বামী দুবাই থেকে তিনটি কোম্পানির মাধ্যমে সহায়তা করছিলেন। তার আরেক ভাই এবং ছেলেও এই কাজে জড়িত বলে জানা গেছে।
অভিযানে ইডি প্রায় ১২ কোটি টাকা নগদ (যার মধ্যে ১ কোটি টাকা বিদেশি মুদ্রা), প্রায় ৬ কোটি টাকার সোনা, ১০ কেজি রূপো এবং চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে। এছাড়াও, ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ২টি লকারও বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, বিধায়ক বীরেন্দ্র তার সহযোগীদের সাথে গ্যাংটকে একটি ক্যাসিনো ভাড়া নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়ই ইডি তাকে গ্যাংটক থেকে গ্রেফতার করে।