‘আমেরিকার এমন প্রেসিডেন্ট…’, শুল্ক নিয়ে জয়শঙ্করের নিশানায় ট্রাম্প, আরও যা যা বললেন বিদেশমন্ত্রী?

শুল্ক নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ট্রাম্প যেভাবে প্রকাশ্যে বিদেশনীতি পরিচালনা করছেন, তা আমেরিকার চিরাচরিত রীতির বাইরে।
ট্রাম্পের আচরণ এবং বিশ্বনীতি
একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জয়শঙ্কর বলেন, শুধু ভারত নয়, পুরো বিশ্বের সঙ্গে ট্রাম্পের আচরণ আমেরিকার স্বাভাবিক নীতির থেকে আলাদা। তিনি বলেন, “যে কোনো দেশের বিদেশমন্ত্রী এই মুহূর্তে একই কথা বলবেন।”
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে জয়শঙ্কর
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার ব্যাপারে ট্রাম্পের দাবি নিয়ে জয়শঙ্কর বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যস্থতায় ১৯৭০ সাল থেকে গত ৫০ বছর ধরে আমাদের অবস্থান একই। আমরা তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ সহ্য করব না।”
শুল্ক নিয়ে কড়া বার্তা
ট্রাম্প সরকার যেভাবে ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে, তা নিয়ে জয়শঙ্কর বলেন, আমাদের সরকারের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, যদি আমেরিকার কৃষকদের স্বার্থ রক্ষা করতে সমস্যা হয়, তাহলে তাদের সেটা সরাসরি বলতে হবে। তিনি আরও বলেন, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যে চাপ আসছে, তাও অযৌক্তিক। জয়শঙ্কর বলেন, “যদি ভারত থেকে তেল কিনতে সমস্যা হয়, তাহলে কিনবেন না। কেউ জোর করছে না।” তিনি আরও বলেন, আমেরিকা চীন বা ইউরোপকে কিছু বলছে না, অথচ ভারতকেই নিশানা করা হচ্ছে।
দেশের স্বার্থই সবার আগে
জয়শঙ্কর বলেন, “আমাদের দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে।” তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে ২৭শে আগস্ট থেকে ৫০% শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও, বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে।