বন্ধের পথে আরও এক ধারাবাহিক, শেষদিনের শ্যুটিং হয়ে গেল ‘তেঁতুলপাতা’র

নতুন ট্রেন্ড অনুযায়ী কম সময়ের মধ্যে সিরিয়াল শেষ করে দেওয়ার রীতি এখন বেশ প্রচলিত। আর সেই ধারা মেনেই এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’-র সফর শেষ হলো। সম্প্রতি এই সিরিয়ালের শেষ দিনের শ্যুটিং সম্পন্ন হয়েছে, আর অভিনেতা-অভিনেত্রীরা সামাজিক মাধ্যমে সেই মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন।

কেন বন্ধ হলো ‘তেঁতুলপাতা’?

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ‘তেঁতুলপাতা’ খুব শীঘ্রই বন্ধ হতে পারে। যদিও ঋষি-ঝিল্লি জুটি অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে-কে দর্শক বেশ পছন্দ করছিলেন, তবু ধারাবাহিকটি টিআরপি (TRP) তালিকায় নিজেদের জায়গা ধরে রাখতে পারেনি। আর এই কারণেই মাত্র কয়েক মাসেই এই সিরিয়ালকে বিদায় জানাতে হলো। ‘গাঁটছড়া’-র পর গৌরব ছোটপর্দায় ফিরে এলেও তেমনভাবে দর্শকদের মন ছুঁতে পারেননি।

শেষদিনের শ্যুটিংয়ে আবেগঘন কলাকুশলীরা

শেষদিনের শ্যুটিংয়ে সিরিয়ালের সব কলাকুশলীই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। এই সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা কবি সাউ পুরো টিমের সাথে ছবি পোস্ট করে লিখেছেন, “আবার ফিরে আসব তেঁতুলপাতা।” তিনি পুরো টিম এবং চ্যানেলকে ধন্যবাদও জানিয়েছেন।

ধারাবাহিকের মূল চরিত্র ‘ঝিল্লি’ অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দেও একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন, “ঝিল্লি চৌধুরী চরিত্রটা আমার মনের খুব কাছের। তেঁতুলপাতার শুরুর দিনে আমরা কথা দিয়েছিলাম যে এই ধারাবাহিকের সঙ্গে পথচলা খুব সুন্দর হবে। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কিন্তু এই জার্নি সত্যিই খুব সুন্দর ছিল।”

এছাড়াও, এই সিরিয়ালে অভিনয় করা অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী শ্যুটিং চলাকালীনই গর্ভবতী হন এবং সেটেই তার সাধের অনুষ্ঠান হয়েছিল। সন্তান হওয়ার কিছুদিন পরেই তিনি আবার কাজে ফিরে আসেন। তাই এই সিরিয়ালটি তার কাছে খুবই বিশেষ। তিনি লিখেছেন, “আমরা হয়তো আর রইলাম না, কিন্তু আমাদের এই তেঁতুলপাতা বাড়ির ভালোবাসা আপনাদের মনে রয়ে গেলো, যৌথ পরিবারের আদর্শ হয়ে।”

এখনো জানা যায়নি যে এই ধারাবাহিকের জায়গায় কোন নতুন সিরিয়াল আসতে চলেছে।