কাজে ব্যস্ত দেব! গালে টোল পড়া চেনা হাসি গায়েব রুক্মিণীর, কি হয়েছে অভিনেত্রীর? জানালেন নিজেই

অভিনেত্রী রুক্মিণী মৈত্র এখন অসুস্থ। তার চেনা হাসি মুখে নেই, বরং দেখা যাচ্ছে ক্লান্তি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি ভাইরাল জ্বরে আক্রান্ত।
রুক্মিণী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মেকআপহীন ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তার মুখে ক্লান্তির ছাপ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যখন সেই কুখ্যাত ভাইরাল জ্বর শেষমেশ চেপে ধরে। ১০২… নট আউট।” এই ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে যে তার জ্বর ১০২ ডিগ্রি সেলসিয়াস, তবে তিনি এখনও হার মানেননি।
কিছু মাস আগেই পায়ের চোটের কারণে রুক্মিণীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এবার ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে তার ব্যস্ত রুটিন সাময়িকভাবে থেমে গেছে। শোনা যাচ্ছে, অভিনয়ের কাজের জন্য তিনি এখন মুম্বাইতেই বেশি থাকছেন। সেখানে অভিনয়ের ওয়ার্কশপ এবং মডেলিংয়ের কাজও করছেন তিনি।
সম্প্রতি তার দাদুর মৃত্যু হয়েছে। কাছের মানুষের এই বিয়োগে তিনি এবং তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এই শোক সামলানোর চেষ্টা করছেন তারা।
সম্প্রতি দেব এবং শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’ মুক্তির পর রুক্মিণী নতুন করে আলোচনায় আসেন। অনেকে ভেবেছিলেন যে, তার প্রেমিক দেব তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সঙ্গে কাজ করছেন বলে তিনি হয়তো খুশি নন। কিন্তু রুক্মিণী এই ধরনের গুজবে জল ঢেলে বলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে যদি এই বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে আর কিছুই বলার নেই। সবাই এখানে কাজ করছেন, সহ-অভিনেতার সঙ্গে কাজ সহজ করাই প্রত্যেকের কাজ।”
বর্তমানে রুক্মিণী তার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। বাংলার পাশাপাশি বলিউডেও নিজের জায়গা করে নেওয়ার জন্য তিনি বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’ ছবিতে কাজ করেছেন। তার অভিনীত ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এখন তিনি শুধু দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফেরার অপেক্ষায় আছেন।