কোনও গাফিলতি নয়! মোবাইল নিষেধ, সিসিটিভি বাধ্যতামূলক, SSC পরীক্ষা নিয়ে যা নির্দেশ দিল নবান্ন

অবশেষে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিল নবান্ন। দুর্নীতির অভিযোগ থেকে বেরিয়ে এসে এবার সম্পূর্ণ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে চায় রাজ্য সরকার। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর যথাক্রমে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

পরীক্ষার নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

উপস্থিত থাকবে বিশেষ টিম: প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার একজন আধিকারিক পুরো পরীক্ষা তদারকির দায়িত্বে থাকবেন।

পরীক্ষা কেন্দ্রে থাকবেন ম্যাজিস্ট্রেট: প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন করে আধিকারিক উপস্থিত থাকবেন।

প্রশ্নপত্র পৌঁছবে কড়া পাহারায়: পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার সময় একজন সরকারি আধিকারিক সঙ্গে থাকবেন।

শারীরিক তল্লাশি: প্রতিটি কেন্দ্রে পুরুষ এবং মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদাভাবে শারীরিক তল্লাশি বা ‘ফ্রিস্কিং’-এর ব্যবস্থা থাকবে।

সিসিটিভি ও মোবাইল নিষিদ্ধ: পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা অবশ্যই থাকতে হবে। এছাড়া, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়, তাহলে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

যাতায়াতের সুব্যবস্থা: পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, তার জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। রেল চলাচল স্বাভাবিক রাখার জন্য রেল কর্তৃপক্ষকেও অনুরোধ করা হয়েছে।

মুখ্যসচিবের এই কড়া নির্দেশের পর মনে করা হচ্ছে, এবার এসএসসি পরীক্ষা অতীতের সব দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হবে। এই নতুন পদক্ষেপের ফলে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষায় বসতে পারবে বলে আশা করা হচ্ছে।