ভারতেই তৈরি হবে অত্যাধুনিক ফাইটার জেটের ইঞ্জিন, সাহায্যর হাত বাড়িয়ে দিলো ফ্রান্স

দেশের সুরক্ষায় এক বড় পদক্ষেপ নিল ভারত। এবার দেশেই তৈরি হবে ফিফথ জেনারেশনের শক্তিশালী যুদ্ধবিমানের ইঞ্জিন। এই কাজের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) ফরাসি সংস্থা ‘সাফরান’-এর সঙ্গে যৌথভাবে এই অত্যাধুনিক জেট ইঞ্জিন তৈরি করবে।
এখনও পর্যন্ত ভারতকে যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়। কিন্তু এই নতুন চুক্তি সফল হলে ভারত অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরিতে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। ডিআরডিও এই ইঞ্জিন তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে অনুমোদনের আবেদন জানাবে। এই ইঞ্জিনটি ১২০ কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ইঞ্জিন তৈরির ১০০ শতাংশ প্রযুক্তি ফ্রান্স ভারতকে দিয়ে দেবে।
প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ডিআরডিও ফরাসি সংস্থা ‘সাফরান’-এর প্রস্তাব মেনে নিয়েছে। তিনি বলেন, “আমরা এই ফরাসি সংস্থার সঙ্গে আগেও কাজ করেছি এবং হেলিকপ্টারের ইঞ্জিনও তৈরি করেছি। এবার আমরা একসঙ্গে দেশে টুইন-ইঞ্জিন এএমসিএ তৈরি করব।” তিনি আরও বলেন যে, “আমরা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফ্ট তৈরির পথে অনেকটাই এগিয়েছি। আগামী দিনে ভারতেই এই ইঞ্জিন তৈরি হবে।”
পুরোনো সম্পর্ক
ফরাসি সংস্থা সাফরান রাফাল যুদ্ধবিমানের ইঞ্জিনও তৈরি করে। ভারত ইতিমধ্যেই ফ্রান্স থেকে ভারতীয় বায়ুসেনা এবং নৌবাহিনীর জন্য বেশ কিছু রাফাল যুদ্ধবিমান কিনেছে। অতীতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এই সাফরানের সঙ্গে জোট করে উন্নত মানের হেলিকপ্টারও তৈরি করেছে, যা ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এই নতুন চুক্তি দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে।