পাঞ্জাবে LPG ট্যাঙ্কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো এলাকা, মৃত ২

পঞ্জাবের হোশিয়ারপুর জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এলপিজি ভর্তি ট্যাঙ্কার উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনেরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হোশিয়ারপুরের মান্দিয়ালা গ্রামের কাছে শুক্রবার গভীর রাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানের সঙ্গে এলপিজি বোঝাই ট্যাঙ্কারের ধাক্কা লাগে। এর ফলে ট্যাঙ্কারটি উল্টে যায় এবং গ্যাস বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই গ্যাসে আগুন ধরে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ১৫টি দোকান এবং ৪টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ। আগুন নেভানোর জন্য হোশিয়ারপুর, দাশুয়া ও তালওয়ারা থেকেও দমকলের গাড়ি আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোশিয়ারপুর-জলন্ধর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এই সতর্কতামূলক পদক্ষেপের ফলে প্রায় ৫০০ মিটার দূরে থাকা গ্যাসের প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়তে পারেনি, যা আরও বড় ধরনের বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।
#WATCH | A massive fire broke out in Mandiala village of Hoshiarpur in Punjab. According to Deputy Commissioner Aashika Jain, it is suspected that the fire was caused by a road accident in an industrial area involving an LPG tanker, and one casualty has been reported. Fire… pic.twitter.com/JMZYi4VT3J
— ANI (@ANI) August 22, 2025
আহতদের দ্রুত হোশিয়ারপুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের শরীরের ৩০ থেকে ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় এখনো জানা যায়নি। হোশিয়াপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী রবজোত সিংও ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।