অক্টোবরেই ওয়ান ডে থেকে অবসর বিরাট-রোহিতের? কি বললেন BCCI -এর ভাইস প্রেসিডেন্ট

ভারতীয় ক্রিকেট দলের দুই সুপারস্টার, বিরাট কোহলি এবং রোহিত শর্মা কি টেস্টের পর এবার ওয়ান ডে থেকেও অবসর নিচ্ছেন? এই প্রশ্ন গত কয়েকদিন ধরে ক্রিকেট বিশ্বে ঘুরপাক খাচ্ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এখনই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না।

গুজব ছড়িয়েছিল যে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেই কোহলি ও রোহিত তাঁদের শেষ ম্যাচ খেলবেন। কিন্তু রাজীব শুক্লা এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দু’জনেই এখন অনুশীলনে ব্যস্ত এবং তাঁদের ফিটনেস দুর্দান্ত। তাই এখনই তাঁদের ফেয়ারওয়েল বা অবসরের প্রশ্ন আসছে না। তিনি আরও বলেন, “ওরা এখনও ওয়ান ডে খেলছে। কেন ওদের নিয়ে এত চিন্তা? এত তাড়াতাড়ি ওদের ফেয়ারওয়েল নিয়ে ভাবছেন কেন?”

সিদ্ধান্ত নেবেন ক্রিকেটাররাই, BCCI নয়

রাজীব শুক্লা আরও জানান, BCCI কখনোই কোনো ক্রিকেটারকে অবসর নেওয়ার জন্য চাপ দেয় না। এটি সম্পূর্ণভাবে খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, “আমাদের নীতি খুবই স্পষ্ট। BCCI কখনো কোনো ক্রিকেটারকে অবসর নিতে বলে না। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়।”

ফিটনেসে কোনো ঘাটতি নেই

কোহলি ও রোহিতের ফিটনেস নিয়েও কথা বলেছেন রাজীব শুক্লা। তিনি বলেন, বিরাট কোহলি এখনও ভারতীয় দলের অন্যতম সেরা ফিট খেলোয়াড় এবং রোহিত শর্মাও ওয়ান ডে ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন। যখন এই দুই তারকা ভালো ফর্মে আছেন, তখন তাঁদের অবসর নিয়ে এখনই এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন। অক্টোবরের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে এই দুই তারকাকে আবার একসঙ্গে মাঠে দেখা যাবে।