প্রধানমন্ত্রীর সভায় ‘অপারেশন সিঁদুর’ লেখা টি-শার্টে কর্মীদের ভিড়, তুমুল উদ্দীপনা সমর্থকদের

২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বাংলায় এলেন। গত তিন মাসে এই নিয়ে তিনবার তিনি বাংলায় পা রাখলেন। এটি তার রাজনৈতিক সফরের তাৎপর্যকে বাড়িয়ে তুলেছে।

প্রধানমন্ত্রী আসার আগেই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সকাল থেকে জোর প্রস্তুতি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। ঘড়ির কাঁটা চারটে পেরোতেই গোটা মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। ‘অপারেশন সিঁদুর’ লেখা টি-শার্ট পরে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

মোদী এই সফরের আগেই এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার প্রতিটি সভাতেই তিনি বাংলায় বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর আজকের সফরের মূল আকর্ষণ ছিল কলকাতার জন্য তার পুজোর উপহার। তিনি তিনটি নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন। এর ফলে কলকাতার মেট্রো লাইনের সঙ্গে আরও ১৩.৬১ কিলোমিটার নতুন পথ যুক্ত হলো। এটি কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

বর্তমানে বাংলা ভাষা এবং বাঙালি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস বেশ সক্রিয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী কী ধরনের রাজনৈতিক বার্তা দেন, সেদিকে সবার নজর ছিল। এখন দেখার বিষয়, তিনি এই ইস্যুতে তৃণমূলকে কীভাবে মোকাবিলা করেন এবং বিজেপির জন্য নতুন কী কৌশল সাজান।