নতুন মেট্রো রুট উদ্বোধনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন বার্তা

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ৩টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করেছেন। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুষ্ঠান শুরুর আগেই তিনি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে নিজের পুরোনো স্মৃতি তুলে ধরেছেন।
‘আজ একটু নস্টালজিক হতে দিন’
মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ভারতের রেলমন্ত্রী ছিলেন। সেই সময়েই তিনি কলকাতার মেট্রো রেলের সম্প্রসারণের পরিকল্পনা করেছিলেন। সেই দিনের কথা মনে করে তিনি লেখেন, “আজ একটু নস্টালজিক হতে দিন।” তিনি জানান, সেই সময় তিনি মেট্রোর নকশা তৈরি করেছিলেন, টাকা জোগাড় করেছিলেন এবং এমনভাবে পরিকল্পনা করেছিলেন যাতে শহরের বিভিন্ন প্রান্ত মেট্রো দিয়ে জুড়ে যায়।
রাজ্য সরকারের অবদানের কথা তুলে ধরলেন
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রকল্পগুলো বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে সাহায্য করেছে, তাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য সরকার প্রকল্পের জন্য বিনামূল্যে জমি দিয়েছে, পাকা রাস্তা তৈরি করে দিয়েছে এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছিল, তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে।
মমতা বলেন, মেট্রো প্রকল্পের এই দীর্ঘ যাত্রায় রাজ্যের আমলারা নিয়মিত কেন্দ্রের সঙ্গে বৈঠক করে কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। সবশেষে তিনি বলেন, “মেট্রো পরিকাঠামোর সম্প্রসারণ আমার জন্য একটি দীর্ঘ যাত্রা ছিল।”
রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে। যদিও এই নতুন মেট্রো রুটগুলো যে কলকাতার যাতায়াত ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।