স্ত্রীকে খুন করে দেহাংশ ব্যাগে নিয়ে ঘুরলেন স্বামী! চাঞ্চল্য জলপাইগুড়িতে

স্ত্রীকে খুন করে তাঁর শরীরের কিছু অংশ একটি ব্যাগে নিয়ে গ্রামে ঘুরে বেড়ানোর এক ভয়ঙ্কর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দিতে। মৃত মহিলার নাম দিপালী রায় (৪৫)। স্থানীয়রা বলছেন, তাঁর স্বামী রমেশ রায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি।

গ্রামের মানুষের চোখে ধরা পড়ল ঘটনা
আজ সকালে রমেশ রায়কে একটি থলিতে কিছু নিয়ে গ্রামে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। তিনি কয়েকজনকে সেই থলিতে থাকা জিনিস দেখান, যা দেখে সবাই ভয় পেয়ে যান। এরপর কিছু মানুষ রমেশের বাড়িতে গিয়ে দেখেন ঘরের বিছানায় রক্তের দাগ। সন্দেহ আরও বেড়ে যাওয়ায় তারা দ্রুত পঞ্চায়েত প্রধানকে খবর দেন। পঞ্চায়েত প্রধানের মাধ্যমে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ বাড়ি থেকে দিপালী রায়ের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত রমেশ রায়কে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর আগামীকাল আদালতে তোলা হবে।