ট্রাম্পের উপর ক্ষুব্ধ তাঁরই সতীর্থ! ভারত-আমেরিকা সম্পর্ক ভাঙার মুখে, মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি নিকির

আমেরিকা ও ভারতের বন্ধুত্ব কি এবার ভাঙতে চলেছে? সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর আরও ২৫% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শুধু ভারতই নয়, আমেরিকার ভেতরেরও অনেকে ক্ষুব্ধ। খোদ ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু এবং রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন অ্যাম্বাসাডর নিকি হেইলি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন।
কেন ক্ষেপেছেন নিকি হেইলি?
ভারতের গুরুত্ব: নিকি হেইলির মতে, ভারতকে চীনের মতো শত্রু ভাবা উচিত নয়। বরং চীনকে রুখতে হলে ভারতের মতো বন্ধু দেশের সাহায্য দরকার। চীন বছরের পর বছর ধরে রাশিয়া থেকে তেল কিনলেও তাদের ওপর কোনো শুল্ক চাপানো হয়নি। অথচ ভারতের ওপর শুল্ক চাপিয়ে ট্রাম্প প্রশাসন ভুল করছে।
অর্থনীতির লড়াই: তিনি বলেছেন, আমেরিকা যদি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জিততে চায়, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা খুব জরুরি। জামাকাপড়, সোলার প্যানেল, সস্তা ফোনসহ অনেক জিনিসই দ্রুত আমেরিকায় তৈরি করা সম্ভব নয়। সে ক্ষেত্রে ভারতই ভরসা।
ভবিষ্যতের শক্তি: নিকি হেইলি আরও বলেন, ভারত এখন জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে। যেখানে চীনের বেশিরভাগ মানুষ বয়স্ক হচ্ছে, সেখানে ভারতের আছে তরুণ কর্মশক্তি। তাই ভবিষ্যতে ভারতের শক্তি আরও বাড়বে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত বিশ্বের জন্য কোনো বিপদ নয়, যা কমিউনিস্ট দেশ চীন থেকে আসতে পারে।
সম্পর্কের অবনতি কেন?
আমেরিকা ও ভারতের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে।
একদিকে, ভারত-পাকিস্তান সমস্যার সমাধানে আমেরিকা মধ্যস্থতা করতে চাইলেও ভারত তা সরাসরি নাকচ করে দিয়েছে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর একের পর এক শুল্ক চাপিয়ে যাচ্ছে। আগে থেকেই ২৫% শুল্ক ছিল, এবার রাশিয়া থেকে তেল কেনার জন্য আরও ২৫% শুল্ক চাপানো হয়েছে।
নিকি হেইলির মতে, ট্রাম্পের এই ধরনের নীতি আমেরিকা ও ভারতের বহু পুরোনো বন্ধুত্ব নষ্ট করে দিচ্ছে। তিনি চান, দ্রুত এই সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে আসুক। কারণ, চীনের আগ্রাসন রুখতে আমেরিকার ভারতের মতো শক্তিশালী বন্ধু দরকার।